প্রেস রিলিজ
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” এ প্রতিপাদ্যে ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ জনাব মোঃ মাহবুব আলম শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, উপমহাপুলিশ পরিদর্শক, ময়মনসিংহ রেঞ্জ এবং জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তাফিজার রহমান। জাতীয় ভোটার দিবস উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দের নের্তৃত্বে শহরে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে আরও অংশগ্রহন করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ময়মনসিংহ জনাব সফিকুল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব আবদুর রহিম ও জনাব শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাগন, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ। র্যালিটি বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক পরিদর্শন করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে শেষ হয় । ভোটার দিবস উপলক্ষে ভোটারদের বিশেষ সেবা প্রদানের অংশ হিসেবে প্রধান অতিথি জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস এবং বিশেষ অতিথিবৃন্দ নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এছাড়া সভাপতি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ মাহবুব আলম শাহ্ ০৩ (তিন) হিজড়া ভোটারের হাতে র্স্মাট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। জাতীয় ভোটার দিবসে সারা দেশে হালনাগাদের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী সাড়া দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন এবং হিজরা ভোটার ৮৩৭ জন। এ বছর মোট ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। ভোটার বৃদ্ধির হার (৩ বছরে) ৫.১৮ শতাংশ।
(শেখ মুহাম্মদ হাবিবুর রহমান)
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা
ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস